নিজেই যখন নিজের গুনাহ গুনতে পারি না প্রভুর কত আদেশ বারণ শুনতে পারি না অন্য কারো গুনাহ মাথায় আসে কীভাবে? নিন্দা কিবা গীবত মাথায় ভাসে কীভাবে? --- যখন আমি ভাবতে থাকি মুনকার ও নাকির সাওয়াল করার পরে আমি কী দেবো জবাব— থাকে যদি আমার হাতে আমলের অভাব? এসব ভেবে নিজেই যখন কূলকিনারাহীন পাপী এ মন পরের ভুলে হাসে কীভাবে? --- আমার কবর আমার হাসর আমার পুলসিরাত কেমন হবে এই ভাবনা মাথায় যদি রয়— কেমন করে এমন মাথায় অন্য কিছু বয়? --- পৃথিবীতে সেই মানুষটাই অধিক বিচক্ষণ খুঁটে খুঁটে বের করে যে নিজেই নিজের ভুল— মুর্খ পিছায় গীবত করে আগায় না এক চুল দিনের শেষে নিজেকে দেয় নিজেই অভিশাপ বুদ্ধিমান যে, এমন জালে ফাঁসে কীভাবে?